এ বছর ২১ নভেম্বর দিল্লীর তুঘলকাবাদে লোদি গার্ডেনসে সিকান্দার লোদির সমাধিস্থলে হাজির হয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দলিত আন্দোলনের নেতাকর্মীরা। তাঁরা ধ্বনি তুলছিলেন, "সিকান্দার লোদি অমর রহে। জয় গুরুদেব। জয় ভীম।"
by সহমন | 23 November, 2019 | 1882 | Tags : Dalit Sikander Lodi